Accident in Saltlake: বিধাননগরে বাস ও প্রাইভেট গাড়ির সংঘর্ষে আহত 5, গ্রেফতার বাস চালক - সল্টলেকে পথ দুর্ঘটনা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 3:04 PM IST

সল্টলেকে পথ দুর্ঘটনা । সোমবার সল্টলেক সেক্টর ফাইভে কলেজ মোড়ের সামনে প্রাইভেট গাড়ি ও বাসের সংঘর্ষ হয় । নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় প্রাইভেট বাসটি । ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন । আহতদের বিধাননগর মহকুমা হাসাপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ প্রাইভেট গাড়ির দু’জন যাত্রী আহত হয়েছেন ৷ ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে ।   

জানা গিয়েছে, কেবি16 রুটের একটি বাস এবং পাইভেট গাড়ির মধ্যে ধাক্কা লাগে সোমবার সকালে । বাসটি গোদরেজ ওয়াটারসাইট থেকে করুনাময়ীর দিকে যাচ্ছিল । প্রাইভেট গাড়িটি নিউটাউনের দিক থেকে নিকো পার্কের দিকে যাচ্ছিল । সেই সময় কলেজ মোড়ের সামনে দু‘টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ৷ কেবি16 রুটের বাসিটি কমবেশি 30জন যাত্রী ছিল । বিধানসভার মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাইভেট গাড়িটিতে দু’জন যাত্রী ছিল । এয়ার ব্যাগ খুলে যাওয়ার কারণে রক্ষা পেয়েছে তাঁরা। এই ঘটনায় দু’জন বাইক চালকও আহত হয়েছে । তবে কারও আঘাতই খুব বেশি গুরুতর নয় । প্রত্যক্ষদর্শীদের কথায়, সিগনাল গ্রিন থাকার কারণে প্রাইভেট গাড়িটি দ্রুত গতিতে নিকো পার্কের দিকে যাচ্ছিল, সেই সময় কেবি16 রুটের বাসটি সিগনাল না মেনে করুণাময়ী দিকে যাওয়ার চেষ্টা করলে প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে । বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মেরে পড়ে যায় । ক্রেন দিয়ে বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.