Upper Primary Candidates Protest: ফের রাজপথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা - এসএসসি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 14, 2023, 10:05 PM IST

নিয়ম মেনে দ্রুত নিয়োগের দাবিতে ফের কলকাতার রাজপথে বিক্ষোভ দেখালেন এসএসসির আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । 2016 সালের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপার্থীরা দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে । রবিবার দুপুরে বিক্ষোভকারীরা মাতঙ্গিনী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করেন । প্রবল গরম ও রোদের মধ্যে এদিন মিছল যায় ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত । মিছিলের সময় এদিন রাস্তায় শুয়ে পড়ে স্লোগান দিতে দেখা যায় চাকরিপ্রার্থীদের ৷ কেউ কেউ তপ্ত পিচ রাস্তায় হামাগুড়িও দেন ৷

এরই সঙ্গে এদিন বিক্ষোভকারীরা এদিন এসএসসির নামে প্রতীকী কুশপুতুল এর সাহায্যে তাঁদের জাবি জানান ৷ বলো হরি, হরি বলো, এসএসসির মাথায় ঘোল ঢালো, এই স্লোগান দিয়ে মিছিলের শেষে তাঁরা ওই কুশপুরতুলের মাথায় ঘোল ঢেলে প্রতিবাদ দেখান। এরই সঙ্গে একটি বাক্সকে বন্ধ অবস্থায় রেখেছিলেন আন্দোলনকারী চাকরিপার্থীরা । ইট দিয়ে যার তালা ভেঙে দেন তাঁরা । যার ভিতরে লেখা ছিল একাধিক শুন্য পদ । বিক্ষোভকারীদের দাবি, এতবছর হয়ে গেল, 2016 থেকে তাঁরা অপেক্ষা করছেন ৷ তাঁদের চাকরির দ্রুত ব্যবস্থা করতে হবে সরকারকে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.