Mekhliganj Food Control Office Controversy: খাদ্য নিয়ামকের কার্যালয় থেকে তথ্য লোপাট ! মধ্যরাতে শোরগোল মেখলিগঞ্জে
🎬 Watch Now: Feature Video
মহকুমা খাদ্য নিয়ামকের (Food Control Office) কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য লোপাটের অভিযোগ ৷ কাঠগড়ায় খাদ্য দফতরেরই আধিকারিকরা ৷ শুক্রবার মধ্যরাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Coochbehar) মেখলিগঞ্জে (Mekliganj) ৷ আজগর আলি নামে এলাকার এক বিজেপি নেতা জানিয়েছেন, রাত 12টা নাগাদ তাঁদের কাছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোন আসে ৷ বাসিন্দারা জানান, মহকুমা খাদ্য নিয়ামকের কার্যালয়ে এত রাতেও আলো জ্বলছে ৷ ভিতরে লোকজন রয়েছে ৷ তা দেখে আশপাশের মানুষ অনুমান করেন, সরকারি কার্যালয়ের ভিতরে নির্ঘাৎ চোরের দল ঢুকেছে ৷ এরপর ওই কার্যালয়ের সামনে জড়ো হন বাসিন্দারা ৷ শোরগোল শুনে ভিতরে থাকা ব্যক্তিরা বাইরে বেরিয়ে আসেন ৷ দেখা যায়, চোর নয়, ভিতরে ছিলেন খাদ্য দফতরের আধিকারিকরাই ! বিজেপি-র অভিযোগ, সদ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারী (Paresh Chandra Adhikary) বাম আমলে খাদ্য দফতরের (Food and Supplies Department) মন্ত্রী ছিলেন ৷ সেই সময় এই কার্যালয়ে অনেক অনিয়ম হয়েছিল ৷ সেই সংক্রান্ত নথি রাতারাতি সরিয়ে ফেলতেই মধ্যরাত পর্যন্ত কার্যালয় খোলা রাখা হয়েছিল ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST