Poor Road Condition: রাস্তা নাকি মৃত্যু ফাঁদ! দক্ষিণ বারাসাত কলেজ সংলগ্ন এলাকা ক্রমশ ভয়ঙ্কর - রাস্তা না মৃত্যু ফাঁদ
🎬 Watch Now: Feature Video
Published : Sep 9, 2023, 3:00 PM IST
|Updated : Sep 9, 2023, 3:24 PM IST
জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসত কলেজ ৷ এই কলেজ যাওয়ার রাস্তার বেহাল দশা ৷ শুধু কলেজ পড়ুয়া নয় হরি নারায়ণপুর রায়নগর বিবেকানন্দ পল্লি এলাকার বাসিন্দাদের প্রতিদিন কলকাতা যাওয়ার জন্য দক্ষিণ বারাসাত স্টেশন ভরসা ৷ আর স্টেশনে আসার জন্য এই রাস্তা ব্যবহার করতে হয় এলাকাবাসীকে ৷ সেই রাস্তার অবস্থাও বেহাল ৷
বিশেষত বর্ষা শুরু হওয়ায় রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে গর্ত ৷ এক প্রকার মৃত্য়ু ফাঁদে পরিণত হয়েছে রেল গেট থেকে কলেজ যাওয়ার কয়েক কিলোমিটার রাস্তা ৷ অভিযোগ, বর্ষার কারণে এই রাস্তার পিচ উঠে গিয়েছে ৷ তারপরেও ভ্রুক্ষেপ নেই প্রাশাসনের ৷ এই প্রসঙ্গেই জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, "রাস্তাটি রেলের ৷ কিন্তু রেলের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি রাস্তা সারাইয়ের জন্য ৷ তার ফলেই সমস্য়ায় পড়ছেন এলাকাবাসী ৷ তবে তিনি নিজে থেকেই উদ্যোগ নিয়েছেন রাস্তা সারাইয়ের জন্য ৷ জেল পরিষদকে জানিয়ে এই রাস্ত সারাইয়ের জন্য 5 লক্ষ টাকা বরাদ্দের আবেদন জানিয়েছেন ৷ তার সম্মতিও জানানো হয়েছে ৷ আশা করছি শীঘ্রই কাজ শুরু করা যাবে ৷"