Bus Accident: চলন্ত সরকারি বাস থেকে পড়ে মৃত্যু যাত্রীর - Bus Accident
🎬 Watch Now: Feature Video
চলন্ত বাস থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির । বৃহস্পতিবার বেলা ন'টা নাগাদ ঘটনাটি ঘটেছে (Murshidabad) সামশেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মোস্তাক আহমেদ(50)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার সংগ্রামপুরে । জানা গিয়েছে, এ দিন ফারাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী সরকারি বাসটি । প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি বাসের গেটে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি ব্রেক করতেই সঙ্গে সঙ্গে খোলা 34 নম্বর জাতীয় সড়কের বাসের নীচে পড়ে যান তিনি (Bus Accident) । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মহেসাইল হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির (Passenger dies after falling from government bus) । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST