Ahmedabad Rain Fall: প্রবল বৃষ্টিতে ধসে গেল একমাস আগে তৈরি রাস্তা, বিরাট গর্তে বন্ধ গাড়ি চলাচল - আমেদাবাদে প্রবল বৃষ্টির কারণে রাস্তায় গর্তের সৃষ্টি
🎬 Watch Now: Feature Video
ভারী বৃষ্টিতে ভাসছে আমেদাবাদ (Ahmedabad Rain Fall) ৷ তাতে কার্যত নাজেহাল প্রত্যেকে ৷ এবার সেই বৃষ্টির কবলে পড়েই ধস নামল রাস্তায় । মাত্র একমাস আগে তৈরি হয়েছিল রাস্তা । ভারী গাড়ির চলার পরেও যা নষ্ট হয়নি, কয়েকঘণ্টার বৃষ্টিতেই তার বেহাল দশা । প্রবল বৃষ্টির কারণে রাস্তায় বিরাট গর্তের সৃষ্টি হয়েছে । ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, আমরাইওয়াড়ি এলাকায় মেট্রো পিলার 119-এর কাছে হঠাৎ ধসে বিরাট এক গর্তের সৃষ্টি হয়েছে । মানুষ তো বটেই, যাতে অনায়াসে ঢুকে যাবে বড় গাড়িও । দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST
TAGGED:
Ahmedabad Rain Fall