Recruitment Case: কালীঘাটের কাকুর সঙ্গে মার্লিন গ্রুপের আর্থিক লেনদেন, ইডি দফতরে হাজিরা চেয়ারম্যানের - Merlin Group Chairman Sushil Mehta

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 10, 2023, 6:19 PM IST

সল্টলেকে ইডি দফতরে হাজিরা দিতে আসলেন মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মেহতা । সূত্রের খবর, এই নির্মাণ সংস্থার সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কোম্পানির । সেই সংক্রান্ত ব্যাপারে সংস্থার চেয়ারম্যান সুশীল মেহতাকে আজ তলব করা হয় সিজিও কমপ্লেক্সে । নিয়োগ দুর্নীতি মামলায় এই কোম্পানির যোগ খুঁজে পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ গত মাসে মার্লিন গ্রুপের এজেসি বোস রোড ও টালিগঞ্জের অফিসে হানা দিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা ৷ ডিরেক্টরদের সঙ্গে কথাও বলেছিলেন তাঁরা ৷ জানা গিয়েছে, কালীঘাটের কাকু মার্লিন গ্রুপে বিনিয়োগ করেছেন ৷ এমনকী জোর করে কালীঘাটের কাকুর কোম্পানিকে মার্লিন গ্রুপে বিনিয়োগ করানো হয় বলে খবর ৷ ইডি অভিযানে মার্লিন গ্রুপের অফিস থেকে বেশ কিছু তথ্য-সহ একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল । এ দিন মার্লিন গ্রুপের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বাজেয়াপ্ত করা মোবাইল ফোনটি তাঁর সামনে খোলা হবে বলে জানা গিয়েছে ৷ ইডি সূত্রের খবর, কালীঘাটের কাকুর সঙ্গে মার্লিন গ্রুপের আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু নথি পাওয়া গিয়েছে ৷ সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই আজ তাঁকে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকে ইডি দফতরে । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.