Firhad Hakim: ডেঙ্গি রুখতে কতটা সচেতন শহর? নিজের ওয়ার্ডের অলিগলিতে ঘুরলেন মেয়র ফিরহাদ - ডেঙ্গি রুখতে কতটা সচেতন শহর
🎬 Watch Now: Feature Video
কলকাতায় ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক । অন্যদিকে, টক টু মেয়র অনুষ্ঠানে জল জমা থেকে শুরু করে ফাঁকা জমিতে জঞ্জাল পড়ে থাকা সংক্রান্ত একাধিক অভিযোগ এসেছে (Mayor Firhad Hakim Visited his Ward) । তাই আজ আচমকাই নিজের ওয়ার্ডে কোথাও জঞ্জাল, জল জমে আছে কিনা তা দেখতে বেরোলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ চেতলা, হাটরোড, চেতলা সেন্ট্রাল রোড-সহ বিভিন্ন অলিগলিতে ঘুরে দেখলেন কলকাতার মহানাগরিক ৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার ৷
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST