Mamata Banerjee: রামপুরহাট স্টেশনে মুখ্যমন্ত্রী, তাঁর হাতে ছবি তুলে দিলেন বিধায়ক - Mamata Banerjee at Rampurhat Rail Station
🎬 Watch Now: Feature Video
তিনদিনের জন্য মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । না এবার আর কপ্টারে নয়, জননেত্রী যাচ্ছেন সরাইঘাট এক্সপ্রেস ট্রেনে ৷ চলতি পথের স্টেশনগুলিতে ট্রেন থামতেই দরজা থেকে কয়েক মুহূর্তের জন্য সাক্ষাৎ করছেন তিনি ৷ বুধবার বিকেলে রামপুরহাট স্টেশনে সরাইঘাট এক্সপ্রেস থামতেই মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন দরজায় ৷ যতক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল ততক্ষণ আলোচনা করলেন জেলার দলীয় নেতা কর্মীদের সঙ্গে । নেত্রীকে দেখতে তখন স্টেশনে থিকথিক করছে ভিড় ৷ সকলেই ফোনে বন্দি করতে চাইছেন সেই মুহূর্ত ৷ রীতিমতো হুড়োহুড়ি অবস্থা ৷ উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট ১ নং ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিমি- সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা । সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি তাঁর হাতে তুলে দেন আশিস বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চপ মুড়িও দেওয়া হয় এদিন । তবে এইভাবে স্টেশনে নেত্রীর দেখা পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন ছিলেন ফিরহাদ হাকিমও ৷ নেত্রীর ঠিক পিছনেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে ৷
TAGGED:
Mamata Banerjee