Kali Puja 2023: টালিগঞ্জের করুণাময়ী মন্দিরে কালীপুজোর দিনই কুমারীকে আরাধনা, দেখতে ভক্তদের ঢল
🎬 Watch Now: Feature Video
প্রত্যেক বছরের মতো রবিবার সকালে রীতি মেনেই হল টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরে কুমারী পুজো । এবার 264 বছরে পদার্পণ করল এই মন্দিরের কালীপুজো । সকাল থেকেই এই পুজো দেখতে ভিড় জমেছে ভক্তদের ৷ তবে এই পুজোর অন্যতম আকর্ষণ হল কুমারী পুজো । যেহেতু, এ দিন মন্দিরে বার্ষিক দিবস হিসেবে পালিত হয়, তাই নিয়ম মেনে এ দিনই হয় কুমারী পুজো । 5 বছরের কুমারীকে পুজো করা হয় রবিবার ৷
করুণাময়ী কালীমন্দিরের পুজোতে রয়েছে ভোগের বিশেষত্ব । দেবীকে লুচি, পায়েসের পাশাপাশি ভোগেতে দেওয়া হয় এগারো থেকে বারো রকমের মাছ ও এঁচড়ের তরকারি । আজ এখানে সারা রাত ধরে চলবে পুজো । ফলে সারাদিন খোলা থাকবে মন্দির । কেবল ভোগ নিবেদনের সময়ে সাধারণ মানুষের জন্য বন্ধ করা হবে মন্দিরের প্রধান প্রবেশদ্বার । এছাড়াও প্রত্যেক দিনের রেওয়াজ মেনে চলছে আরতি । সকাল থেকে পুজো দিয়ে যাচ্ছেন বহু মানুষ । বাবা-মায়ের হাতে ধরে মন্দিরে ভিড় জমিয়েছেন বহু খুদেরাও । কারোর কাছে এই মন্দির পাড়ার পুজো, কেউ বা এসেছেন আত্মীয়র বাড়ি । শ্যামাপুজোর সকালে তাই মানুষের ঢল টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে । পুজো উপলক্ষ্যে কোনও অপীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই মন্দির চত্ত্বরে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে হরিদেবপুর থানায় পক্ষ থেকে ।