thumbnail

World Cup Fever: উত্তর কলকাতার অলিগলি যেন এক টুকরো ব্রাজিল-আর্জেন্তিনা

By

Published : Nov 24, 2022, 8:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2022) ৷ আর তার জোয়ারে ভাসছে সারা বাংলা ৷ এর থেকে খেলা পাগল বাঙালি বা কলকাতাবাসী কী করে পিছিয়ে থাকে (FIFA Fever in Kolkata) ৷ তাই কাতারে বিশ্বকাপ হলেও খেলার আঁচ পড়েছে সুদূর কলকাতাতেও । সেজে উঠেছে উত্তর কলকাতার (North Kolkata) অলিগলি । মিনার্ভা থিয়েটার হলের কাছে 22 ফকির চক্রবর্তী লেনের দেওয়ালে দেখা মিলল বিশ্বকাপে খেলা বিভিন্ন দেশের পতাকার (Decked up with various national flags)। রয়েছে আর্জেন্তিনা, ব্রাজিল, জার্মানি থেকে পর্তুগাল ৷ বিভিন্ন দলের সমর্থকদের উৎসাহেই সাজানো হয়েছে এই পুরো এলাকা । প্রবীণ-নবীনদের সহযোগে এ বছর বিশ্বকাপের ভরপুর আমেজ নিচ্ছেন এলাকাবাসীরা । বিকেল হলেই সেখানে বসছে কচিকাঁচাদের মেলা ৷ পায়ে বল নিয়ে তারা দেখাচ্ছে বিভিন্ন ভেলকি ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.