Governor on Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে লেকটাউনের মন্দিরে পুজো রাজ্যপালের
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার হনুমান জয়ন্তী ৷ এই দিনটি উপলক্ষে লেকটাউনের হনুমান মন্দিরে এসে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুধু পুজো নয়, তিনি এদিন ওই মন্দিরে গিয়ে অঞ্জলিও দিলেন । পুজে দেওয়ার পর হনুমান মন্দিরের তরফে সিভি আনন্দ বোস উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হল ৷ তাঁর গলায় পরানো হল মালাও ৷ এরপর পুজো দিয়ে বেরোনোর সময় সেখানে উপস্থিত ভক্তদের উদ্দেশে হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখার বার্তা দেন রাজ্যপাল ৷ পাশাপাশি তিনি জানান, সমগ্র পশ্চিমবঙ্গবাসী একত্রিত রয়েছে । এদিন তাঁর মন্দির দর্শনকে কেন্দ্র করে ওই এলাকায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মত । বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গা পরিদর্শনে বেরিয়ে পড়েন রাজ্যপাল ৷ প্রথম লেকটাউনের ওই মন্দিরে গিয়ে পুজো দিয়েই যাত্রা শুরু করেন ৷ এই দিনটিকে ঘিরে শহরতলির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই পথে নামেন তিনি ৷ রামনবমীকে কেন্দ্র করে যেভাবে আশান্ত হয়ে উঠেছিল রাজ্যের বেশ কিছু এলাকা ৷ তার পূনরাবৃত্তি যাতে না হয় তার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মত ইতিমধ্যে রাস্তায় নেমেছে আধা সামরিক বাহিনী ৷