Kali Puja 2022: কালীপুজোয় ভূতের হাসপাতাল এখন জলপাইগুড়িবাসীর অন্যতম আকর্ষণ - কালীপুজোয় ভূতের হাসপাতাল
🎬 Watch Now: Feature Video
হাসপাতাল জুড়ে ঘুরে বেড়াচ্ছে ভূত । এরা কেউ রোগী, কেউ নার্স, কেউ আবার চিকিৎসক । দর্শকদের পাশ দিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে । কেউ আবার এগিয়ে আসছে করমর্দন করতে । কালীপুজোয় অদ্ভুত এই ভৌতিক মহল এখন জলপাইগুড়ির লোকের কাছে অন্যতম আকর্ষণ (Kali Puja 2022 theme) ৷ যা দেখতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষের ঢল নামছে জলপাইগুড়ি ইন্দিরা কলোনির ভগৎ সিং স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে । ভিড়ের চোটে শো-টাইমে কাটছাঁট করতে বাধ্য হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। গত তিন বছর ধরে এই ক্লাব কালীপুজো (Kali Puja) করে আসছে । প্রতিবার তারা ভূতের ওপর নানান ধরনের থিম বানিয়ে পুজো করে । এবার এই ক্লাবের অভিনব প্রয়াস ভূতের হাসপাতাল (Ghost Hospital) ।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST