Gambler Arrest: অন্ডালে জুয়ার ঠেকে পুলিশি হানা, গ্রেফতার 12 জন জুয়াড়ি - গ্রেফতার 12 জন জুয়াড়ি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16-10-2023/640-480-19779191-thumbnail-16x9-andal.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Oct 16, 2023, 2:40 PM IST
পুজোর মুখে জুয়ার ঠেক থেকে গ্রেফতার 12 জন জুয়াড়ি । ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত মদনপুর গ্রাম পঞ্চায়েতের ধান্ডাডিহি গ্রামের ডাঙ্গালপাড়া এলাকার । পুলিশ ধৃতদের থেকে 23 হাজার 910 টাকা উদ্ধার করেছে । শনিবার ওই জুয়ার ঠেকে হামলা দিয়ে তাদের উদ্ধার করেছে ৷ রবিবার দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের ৷
দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় উৎসবের সময়ে জুয়ার আসর বসার অভিযোগ দীর্ঘদিনের ৷ বিশেষত কালীপুজোর প্রাক্কালে খনি অঞ্চলে বিভিন্ন জায়গায় জুয়া খেলার বড় বড় আসর বসে বলেও সূত্র মারফত জানা গেছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়া খেলা বন্ধ করতে কড়া নজরদারি চালানো হচ্ছে একাধিক এলকায় । কয়েক মাস আগে দুর্গাপুর থানা এলাকার স্টিল টাউনশিপের একটি হোটেল থেকেও বেশ কয়েকজন জুয়ারি গ্রেফতার করে পুলিশ ৷ কয়েক লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল দুর্গাপুর থানার পুলিশ। সেই সময় পুলিশের হাতে ধরা পড়েছিল বেশ কয়েকজন রাঘব বোয়াল। দুর্গাপুর-,ফরিদপুর, অন্ডাল, পাণ্ডবেশ্বর-সহ দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকে এবার উৎসবকালীন জুয়া খেলার আসর বন্ধ করতে পুলিশি নজরদারি হবে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ (পূর্ব) কুমার গৌতম ।