Talandu All India Radio Centre: তালান্ডু অল ইন্ডিয়া রেডিও সেন্টারে বিধ্বংসী আগুন - তালান্ডু অল ইন্ডিয়া রেডিও সেন্টার
🎬 Watch Now: Feature Video
সোমবার বিকেলে হঠাতই আগুন লেগে যায় তালাণ্ডুর অল ইন্ডিয়া রেডিও সেন্টারে (Fire breaks out at Talandu All India Radio Centre) ৷ ক্যাম্পাসের বিস্তীর্ণ ফাঁকা জমির শুকনো আগাছায় আগুন লেগেই এই বিপত্তি বলে জানা গিয়েছে । কয়েক কিলোমিটার এলাকাজুড়ে প্রায় দশ ঘণ্টা ধরে আগুন স্থায়ী হয় ৷ রেডিও সেন্টারের বেশ কয়েকটি বড় বড় টাওয়ারের গায়ে শুকনো আগাছায় কোনও কারণে এদিন আগুন লেগে যায় বলে স্থানীয় সূত্রে খবর । যদিও অগ্নিকাণ্ডে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷ দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ তবে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্টই বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST