Harka Bahadur Chhetri: 'পাহাড়ে বিরোধীরা ছন্নছাড়া', পঞ্চায়েত নির্বাচনের আগে ফের ময়দানে হরকা - পাহাড়ের রাজনীতি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 16, 2023, 3:55 PM IST

একদা পাহাড়ের রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত ছিলেন হরকা বাহাদুর ছেত্রী । রাজ্য সরকারের সঙ্গে বরাবর তাঁর সখ্যতা ছিল । একসময় পাহাড়ের রাজনীতির রোডম্যাপ তৈরি করতেন তিনি । তাঁর কাজই ছিল রাজ্যের সঙ্গে পাহাড়ের শাসকদলের নেতাদের মধ্যে সেতুবন্ধন করা । কিন্তু 2017 সালে সশস্ত্র আন্দোলনের পর গোর্খা জনমুক্তি মোর্চা থেকে সরে আসেন প্রাক্তন বিধায়ক ৷ তিনি তৈরি করেন জন আন্দোলন পার্টি । বিধানসভা নির্বাচনে টক্কর দিলেও জয় পাননি । পরাজিত হতে হয়েছে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী রুদেন সাদা লেপচার কাছে । এরপর পৌর নির্বাচনেও তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করে । সেখানেও পরাস্ত হতে হয় । বর্তমানে কালিম্পং জেলা বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব সামলাচ্ছেন হরকা বাহাদুর ছেত্রী । পাহাড়ের এই পোড় খাওয়া রাজনীতিবিদ এখন অনেকটাই নির্লিপ্ত । যদিও এ বারের পঞ্চায়েত নির্বাচনে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করছে । তবে শাসক বা বিরোধী কাউকেই সমর্থন করছেন না তিনি । ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে একপ্রকার ক্ষোভের কথা প্রকাশ করলেন হড়কা । বিমল গুরুং জিটিএ চেয়ারম্যান থাকাকালীন তিনি বিধায়ক হিসেবে জিটিএ বোর্ডের সদস্য হলেও, তাঁকে কোনওদিন আলোচনায় আমন্ত্রণ করা হত না বলে অভিযোগ তাঁরা । তবে পঞ্চায়েত নির্বাচনকে স্বাগত জানিয়েছেন তিনি । পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তিনি তুলে ধরলেন ইটিভি ভারতের কাছে । পাহাড়ের বিরোধীদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.