Minakshi on Abhishek: 'চুরি করেছে, দুর্নীতিতে যুক্ত তাই সিবিআই ডেকেছে', অভিষেক প্রসঙ্গে কটাক্ষ মীনাক্ষীর - মীনাক্ষী মুখোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 20, 2023, 9:07 PM IST

"চুরি করেছে দুর্নীতিতে যুক্ত থেকেছে তাই ডেকেছে" শনিবার জলপাইগুড়ি জেলা সিপিএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন একথাই বললেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় । সেইসঙ্গে শুক্রবার 2000 টাকার নোট বাতিলকে ভানুমতির খেল বলে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন তিনি ৷  

এদিন জলপাইগুড়ি জেলা সিপিএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ভালো কাজের জন্য ডাকেনি । সিবিআই যাদেরকে ডাকে তাঁরা চুরি দুর্নীতিতে জড়িত থাকে ৷ সেইজন্যই ডাকে । আইনের প্রতি আস্থা রাখি । যারা আমাদের ভবিষ্যত-বর্তমানকে নষ্ট করেছে তাদেরকে মানুষের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে । এড়িয়ে বাঁচতে পারবে না কেউই ।" পাশাপাশি এগরার বাজি কারখানার বিস্ফোরণ নিয়েও মুখ খোলেন মীনাক্ষী ৷ তিনি আরও জানান, ভানু বাগের মৃত্যু কোনও বিরাট এজেন্ডা বা ইস্যু নয় । রাজ্যে এত বোমা তৈরির কারখানা প্রশাসন থাকতে কী করে চলছে ৷ রাজ্য পুরো বারুদের স্তুপে পরিণত হয়েছে । এইরকম আরও অসংখ্যক ভানু বাগ আছে ৷ একশ্রেণির মানুষ সরকারের মদততেই এই ধরণের কাজ করছে বলেও তিনি দাবি করেন ৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.