Dumper Drowns in Ajay River: অজয়ের হড়পা বানে ডুবল আস্ত ডাম্পার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও খালাসি - ডাম্পার
🎬 Watch Now: Feature Video
Published : Sep 23, 2023, 1:52 PM IST
অজয় নদে হঠাৎ হড়পা বান ৷ সেতু ভেঙে মাঝ নদীতে ডুবে গেল আস্ত পাথর বোঝাই ডাম্পার । অল্পের জোরে প্রাণে বাঁচলেন ডাম্পারের চালক ও খালাসি । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের কাঁকসায় ৷ অজয়ের অস্থায়ী সেতু পার হয়ে বীরভূমের জয়দেব হয়ে কাঁকসার শিবপুরের দিকে আসছিল পাথর বোঝাই ছয় চাকার ওই ডাম্পারটি ৷ সে সময় অজয় নদে হঠাৎ হড়পা বান চলে আসায় অস্থায়ী সেতুটি ভেঙে যায় এবং ডাম্পারটি মাঝ নদীতে ডুবে যায় । সাঁতার কেটে কোনওক্রমে নিরাপদ স্থানে পৌঁছে নিজেদের প্রাণ বাঁচান চালক ও খালাসি ।
জানা গিয়েছে, ঘটনার সময় অস্থায়ী মাটির সেতু নির্মাণের কাজও চলছিল । অস্থায়ী সেতু নির্মাণের কর্মীরাও সেখানে কাজ করছিলেন ৷ হড়পা বান আসায় তাঁরাও তড়িঘড়ি সাঁতার কেটে নিরাপদ স্থানে পৌঁছন । সেতু ভেঙে যাওয়ার জেরে ফের দুই জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে । চূড়ান্ত ভোগান্তির মুখে পশ্চিম বর্ধমান ও বীরভূমের মানুষ । তবে এই প্রথম নয়, অজয়ে এর আগেও বহুবার হড়পা বানের জেরে দুর্ঘটনা ঘটেছে ।