প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলার আয়োজনে বদ্ধপরিকর জেলা প্রশাসন - গঙ্গাসাগর মেলা
🎬 Watch Now: Feature Video
Published : Jan 13, 2024, 4:23 PM IST
Organise Plastic-free Gangasagar Mela: গত সোমবার থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা ৷ চলবে 17 জানুয়ারি পর্যন্ত ৷ তবে, গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব করে তোলাই এখন সবচেয়ে বড় লক্ষ্য জেলা প্রশাসনের ৷ তাই শনিবার দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্তর নেতৃত্ব সৈকত প্লাস্টিক মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এবং গঙ্গাসাগর বকখালি ডেভলপমেন্ট অথরিটির আধিকারিকরা ৷ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে সৈকতে সাফাই অভিযান চালানো হয় ৷ সেই সঙ্গে সাগরে উপস্থিত সকল পুণ্যার্থীদের প্লাস্টিক ব্যবহার না করতে এবং যত্রতত্র প্লাস্টিক না ফেলার আবেদন করা হয়েছে ৷
এই পুরো কর্মসূচি নিয়ে জেলাশাসক জানিয়েছেন, "10 জানুয়ারি থেকে আমরা একটি অভিযান শুরু করেছি ৷ গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একটি উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে মেলা হাজির সকল ব্যবসায়ীকে প্লাস্টিকের ব্যাগের বদলে কাগজের ব্যাগ দেওয়া হয়েছে ৷ যাতে মেলার দোকানগুলি থেকে প্লাস্টিক সরবরাহ বন্ধ করা যায় ৷ আমরা প্লাস্টিক মুক্ত ও পরিবেশবান্ধব গঙ্গাসাগর মেলা করতে বদ্ধপরিকর ৷" উল্লেখ্য, আগামিকাল অর্থাৎ, 14 জানুয়ারি গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নান ৷ ইতিমধ্যে, সাধুসন্ত-সহ হাজারে হাজারে পুণ্যার্থী সাগরে জমায়েত করেছেন ৷ এমনকি কাকদ্বীপ-সহ অন্যান্য ঘাটগুলিতে গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের লম্বা লাইন পড়েছে ৷