Cyclone Biparjoy: মুম্বই সংলগ্ন আরব সাগরে উথালপাথাল ঢেউ, জলোচ্ছ্বাস দ্বারকাতেও; দেখুন 'বিপর্যয়' - জলোচ্ছ্বাস দ্বারকাতে
🎬 Watch Now: Feature Video
আরব সাগরে কিছুটা শক্তিক্ষয় করেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বৃহস্পতিবার, 15 জুন পাকিস্তান সংলগ্ন গুজরাতের উপকূলে আছড়ে পড়ার কথা বিপর্যয়ের। জাখাও বন্দরের উপর দিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়। মঙ্গলবার সকাল থেকে মুম্বই সংলগ্ন আরব সাগরে উথালপাথাল ঢেউ, যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দ্বারকাতেও। মৌসম ভবন জানিয়েছে, এই মুহূর্তে বিপর্যয় উত্তর-পূর্ব আরব সাগরে পোরবন্দর থেকে 290 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। মৌসম ভবন জানিয়েছে, বিপর্যয় এখনও আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে। গত দু'দিনে তা অতি প্রবল পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তা থেকে কিছুটা শক্তি হারিয়েছে মঙ্গলবার সকালে।
গুজরাতের প্রায় সমস্ত জেলাতেই লাল ও কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন ৷ মৎস্যজীবীদেরও আগামী তিনদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কচ্ছ জেলা প্রশাসন ইতিমধ্যে 10 হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। সেনা, নৌবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলায় রাজ্য প্রশাসন কতটা প্রস্তুত, সে ব্যাপারে জানতে সোমবার দিল্লি থেকে ভার্চুয়ালি জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৌসম ভবনের আধিকারিক, গুজরাত প্রশাসনের শীর্ষকর্তা, এনডিআরএফ, এসডিআরএফের কর্তাদের সঙ্গে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তিনি।