Kalyani AIIMS Recruitment Scam: এইমস নিয়োগ দুর্নীতির তদন্তে বাঁকুড়ায় বিজেপি বিধায়কের দুয়ারে সিআইডি - BJP MLA Niladri Sekhar Dana
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15834339-thumbnail-3x2-photo-aspera.jpg)
নদীয়ার কল্যাণীর এইমস-এ নিয়োগ সংক্রান্ত দুর্নীতির (Kalyani AIIMS Recruitment Scam) মামলার তদন্তে বাঁকুড়ায় এল সিআইডি (CID) ৷ শুক্রবার সিআইডির আধিকারিকরা আসেন বাঁকুড়ার বিধায়ক বিজেপির নীলাদ্রিশেখর দানার (BJP MLA Niladri Sekhar Dana) বাড়িতে ৷ ওই বিধায়কের মেয়েকে আগেই তলব করেছিল সিআইডি ৷ তার পর সরাসরি বাড়িতে হাজির হলেন তদন্তকারীরা ৷ এদিন সিআইডির সাতজনের একটি দল আসে ৷ বিজেপি বিধায়কের বাড়িতে প্রায় দু’ঘণ্টা তারা উপস্থিত ছিল ৷ তবে কী কথা হল, তা জানাতে চাননি তদন্তকারীরা ৷ নীলাদ্রিশেখর দানার আইনজীবী শুভাশিস দে জানান, বিধায়কের তরফে এই নিয়ে পরে বিবৃতি দেওয়া হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST