আলোয় রাঙা পার্ক স্ট্রিট, জনতার ঢলে কড়া নজর কলকাতা পুলিশের; দেখুন ভিডিয়ো - বড়দিনের উৎসব পার্ক স্ট্রিট
🎬 Watch Now: Feature Video
Published : Dec 25, 2023, 10:10 PM IST
Christmas Celebration in Park Street: বড়দিনের উৎসব পার্ক স্ট্রিটে। নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই পার্ক স্ট্রিটের চারিদিকে সুর 'জিঙ্গল বেল, জিঙ্গল বেল...'। মাদার টেরেসা সরণি বেয়ে কলকাতা পুলিশের গার্ডারেল। দু'পাশে হাজার হাজার মানুষের লাইন এগিয়ে চলেছে অ্যালান পার্কের দিকে। সেই ভিড়ে কড়া নজর কলকাতা পুলিশের। জনতার নিজস্বী তোলার হিড়িক। কেউ কলকাতা তো কেউ অন্য জেলা থেকে এসেছেন। যেন চেনা ছন্দ। চেনা পার্ক স্ট্রিট। ইটিভি ভারত তুলে ধরল 25 ডিসেম্বর রাতের পার্ক স্ট্রিটের ছবি...
বছরের পর বছর, ধারাবাহিক এই ছবির ব্যতিক্রম নেই। এ বছরও তাই। বরং আরও একটু বেশিই বোধহয়। রাস্তায় আনন্দের মিছিল আর নিজস্বী শিকারিদের নিরাপত্তার ঘেরাটোপে চলমান রেখেছে প্রশাসন। এরই মাঝে কলকাতা পুলিশ কমিশনারের আগমন ঘটে। সিপি বড় দিনের শুভেচ্ছা জানান দর্শককে। যান চলাচল থমকে গেলেও সচল কলকাতা পুলিশের চোখ। ভিড় চোখে পড়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চেও ৷ কোথাও কোথাও বানানো হয়েছে ক্রিসমাস ক্রিব, চলতি পথে তা দেখতেও দাঁড়িয়ে পড়ছে কেউ কেউ ৷
উল্লেখ্য, গত একুশে ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের উৎসবের সূচনা করেন। তারপর থেকে সাধারণ দর্শকের ঢল নামে। যা ইংরেজি নববর্ষের প্রথম দিন পর্যন্ত বজায় থাকবে।