Bomb Recovered: বোলপুরের পর এবার রামপুরহাটে উদ্ধার তাজা বোমা
🎬 Watch Now: Feature Video
রামপুরহাটে উদ্ধার তাজা বোমা । এর ঠিক দু'দিন আগে বীরভূমেরই বোলপুর থেকে উদ্ধার হয় বোমা। জানা গিয়েছে, বৃহস্পতিবার নারায়ণপুর গ্রামের হাটতলার কাছে কালীভাসা নামে একটি পুকুরপাড়ের ঝোপ থেকে দুই ড্রাম ভরতি তাজা বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ । সকালে স্থানীয়রা পুকুরের পাশে ঝোপের আড়ালে দুটি হলুদ রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। কাছে গিয়ে দেখেন সেগুলিতে বোমা মজুত রয়েছে । এরপর খবর দিলে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটিকে ঘিরে রাখে । পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডে । পুলিশের প্রাথমিক অনুমান, দুটি ড্রামে প্রায় 30 থেকে 35 বোমা থাকার সম্ভাবনা রয়েছে ।
উল্লেখ্য, বীরভূমের ঘোরাপাড়া গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার রেশ কাটতে না কাটতেই ফের বোলপুর থানার অন্তর্গত যঙ্গিনগর গ্রাম থেকে উদ্ধার হয়েছিল এক ড্রাম তাজা বোমা । তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ । তারপরে ফের বীরভূমে বোমা উদ্ধারের ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন। রামপুরহাট শহর থেকে পশ্চিমে ঝাড়খণ্ড লাগোয়া ব্রাহ্মণী নদীর পাশেই নারায়ণপুর গ্রাম । এমনিতে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত গোলমালের ঘটনার খুব একটা নজির নেই। তবে পঞ্চায়েত ভোটের আগে গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা ।