Post Poll Violence: পঞ্চায়েতের বোর্ড গঠন! আগের রাতে এলাকা থেকে উদ্ধার 70টি বোমা - উদ্ধার 70টি বোমা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 9, 2023, 4:29 PM IST

পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে এলাকা থেকে উদ্ধার 70টি বোমা ৷ এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার অন্তর্গত ভগবানপুর এলাকায় ৷ মঙ্গলবার রাতে পুলিশি অভিযানে এই তাজা বোমা উদ্ধার হয় ৷ এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে রায়দিঘি থানার পুলিশ ৷

গতকাল রাতে রায়দিঘি থানার পুলিশ এক ব্যক্তির বাড়ি থেকে 4টি ড্রামে তাজা বোমা পায় ৷ রায়দিঘি থানার পুলিশ ইতিমধ্যে কামারুল জামাল মোল্লা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, বুধবার রায়দিঘি শংকরপুর অঞ্চলে পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে ৷ সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস চালানোর জন্য এই বোমাগুলি মজুত করা হয়েছে ৷ বোমা উদ্ধারের ঘটনার পর এলাকাটি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে রায়দিঘি থানার পুলিশ ৷ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ভগবানপুরে ৷ পাশাপাশি বোমাগুলিকে উদ্ধারের পর নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ ৷ পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে ৷ এখনও দক্ষিণ 24 পরগনা জেলা যেন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.