প্রধানমন্ত্রীর দেখানো পথে মন্দির পরিষ্কার অভিযানে বঙ্গ বিজেপি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 8:04 PM IST

Swachh Bharat Mission: পৌষ সংক্রান্তির আগে বিজেপি নেতাদের মন্দির পরিষ্কারের ধুম দেশজুড়ে ৷ মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান চলল জেলায় জেলায় ৷ প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে মন্দিরে পরিচ্ছন্নতা অভিযানে বাংলার বিজেপি নেতৃত্ব ৷ এদিন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন, "আমরা যাঁরা সনাতন, যাঁরা ভারতবাসী, তাঁরা সকলে সাফাই করছি ৷ প্রধানমন্ত্রী বলেছেন, সব মন্দির সাফাই করুন ৷ নন্দীগ্রামে আরও 111টি মন্দির সাফাই অভিযান চলবে ৷" একইভাবে বহরমপুরে জগন্নাথ মন্দিরে পরিচ্ছন্নতা অভিযান করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আবার কলকাতায় মহাজাতি সদনের কাছে রামমন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হন বিজেপি নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য। খড়্গপুরে স্বচ্ছতা অভিযানে অংশ নেন মেদিনীপুরের সাংসদ শ্রী দিলীপ ঘোষ ৷ আগামী এক সপ্তাহ এই অভিযান চলবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। অন্যদিকে, দিল্লির করোলবাগে গুরু রবিদাস মন্দির সাফাই করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ শুক্রবারই 'স্বচ্ছ ভারত মিশনের' অংশ হিসাবে মহারাষ্ট্রের নাসিকের কলারাম মন্দির পরিষ্কার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মন্দিরে বসে খঞ্জনি বাজাতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.