Dhupguri Bye Election: বুথের সামনে মোতায়েন রাজ্য পুলিশ, বচসায় জড়ালেন অতিরিক্ত পুলিশ সুপার ও বিজেপি প্রার্থী - BJP candidate argued over state police deployment
🎬 Watch Now: Feature Video
Published : Sep 5, 2023, 4:44 PM IST
সকাল থেকে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ভোটগ্ৰহণ পর্ব চলছে । মোটের ওপর শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভোটগ্ৰহণ। বেলা তিনটে পর্যন্ত 60 শতাংশেরও বেশি ভোট পড়েছে সেখানে ৷ তবে এরই মাঝে ভোট গ্ৰহণ কেন্দ্রে রাজ্য পুলিশ মোতায়েন নিয়ে বচসায় জড়ালেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্ৰামীণ) ওয়াংডেন ভুটিয়া ও বিজেপি প্রার্থী তাপসী রায় ৷ বৈরাতিগুড়ি স্কুলের বুথের সামনে মঙ্গলবার বচসায় জড়ান তাঁরা ৷ তাপসী অভিযোগ করেন, প্রতিটি বুথে রাজ্য পুলিশ রাখা হয়েছে । তারা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে । তিনি তাদের একটু দূরে গিয়ে দাঁড়াতে বলেন ৷ তাই পুলিশ সুপার তাঁকে হুমকি দিচ্ছেন ৷ এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গ্ৰামীণ) ওয়াংডেন ভুটিয়াকে বলতে শোনা যায়, আপনি প্রার্থী, অভিযোগ নির্বাচন কমিশনে গিয়ে করুন। মানুষকে ভুল বোঝাবেন না। আপনি পুলিশ মোতায়েনের বিষয়ে নির্দেশ দিতে পারেন না। পরে তিনি জানান, তারা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে পুলিশ মোতায়েন করেছেন ৷ অন্যদিকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বিজেপি প্রার্থী তাপসী রায়কে কটাক্ষ করেন ৷ তাঁর কথায়, বিজেপি ভোটগ্ৰহণ পর্বের প্রথম থেকেই অভিযোগ করা শুরু করেছে । কারণ ওরা জানে তারা হেরে যাবে ।