Panchayat Elections 2023: সিবিআই-ইডি অভিনেতা-অভিনেত্রীদের ডাকলে সাংবাদিকদের কী ? মন্তব্য রণিতার - Panchayat Elections 2023 campaign

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 3, 2023, 10:50 PM IST

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ক্রমশই প্রকাশ্য আসছে একের পর এক অভিযুক্তের নাম ৷ এই দুর্নীতিতে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অর্পিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে বনি সেনগুপ্ত, সায়নি ঘোষের মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷ তবে যুব তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নি ঘোষের নাম নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িয়ে যাওয়ায় স্বভাবতই চাপানউতোর সৃষ্টি হয়েছে টলি পাড়ায় ৷

উত্তর 24 পরগনার বারাসতের দত্তপুকুরে শাসকদলের হয়ে প্রচারে এসে এবার তা নিয়ে মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস ৷ আজও দর্শকদের কাছে বাহা নামে বেশি জনপ্রিয় এই অভিনেত্রী ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়েই রণিতা বলেন, "সিবিআই ইডি অভিনেতা-অভিনেত্রীদের যেভাবে নোটিশ ধরাচ্ছে বা যাদেরকে ডাকছে তাঁরা যাচ্ছেন ৷ তাঁদের কাছে থাকা সমস্ত তথ্যের প্রমাণপত্র জমা দিয়ে তদন্তে সাড়া দিচ্ছেন ৷ অনেকে ছাড়াও পেয়ে যাচ্ছেন ৷" সাংবাদিকদেরও কটাক্ষের সুরে অভিনত্রী রণিতা দাস জানান, অভিনেতা-অভিনেত্রীদের ইডি সিবিআই ডাকলেই তা নিয়ে এত মাথাব্যথা কেন সাংবাদিকদের ৷ অযথা এই ব্যাপারে জল ঘোলা করতেও না করেছেন তিনি ৷ দেশের সিস্টেম আছে, সবাইকেই ডাকতে পারে ইডি ও সিবিআই ।                    

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.