SSC Recruitment Scam: আন্দোলনেও আমরা-ওরা ! অভিষেকের সঙ্গে চাকরিপ্রার্থীদের কথা হতেই প্রকাশ্যে দ্বন্দ্ব - নিয়োগ দুর্নীতি
🎬 Watch Now: Feature Video
পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) গ্রেফতার হওয়ার পর থেকেই খবরের শিরোনামে নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) ৷ এই প্রেক্ষাপটে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ এবার এই সাক্ষাৎ নিয়েও দানা বাঁধল বিতর্ক ৷ প্রকট হল আন্দোলনকারীদের অন্তর্দ্বন্দ্ব ! সূত্রের দাবি, প্রথম থেকেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থীদের মধ্যে বিভেদ ছিল ৷ এক দল প্রতিবাদে নেমেছিলেন নির্দিষ্ট ব্যানারের আওতায় ৷ আর অন্য এক দল লড়াই শুরু করেছিলেন কোনও ব্য়ানার ছাড়াই ৷ দুই পক্ষেরই দাবি, তাঁরাই প্রকৃত আন্দোলনকারী ! বস্তুত, গান্ধি মূর্তি পাদদেশে এই দুই পক্ষই মঞ্চ বেঁধে চাকরির দাবিতে ধরনা দিয়ে চলেছে ৷ অভিযোগ, শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায় যাঁদের সঙ্গে দেখা করেন, তাঁরা ব্য়ানারহীন আন্দোলনকারী ৷ এই অবস্থায় 'যুব ছাত্র অধিকার মঞ্চ' (যাঁরা নির্দিষ্ট ব্যানারের আওতায় আন্দোলন করছেন)-এর সদস্য সুদীপ মণ্ডল জানিয়েছেন, অভিষেক অন্য পক্ষের সঙ্গে কথা বললেও তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি ৷ সুদীপ বলেন, "বৃহস্পতিবার খবরের চ্যানেল থেকেই জানতে পারি, পাশের মঞ্চের সহিদুল্লা নামে এক চাকরিপ্রার্থীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় মহাশয়ের কথা হয়েছে ৷ শুক্রবার তাঁরা বৈঠক করেন ৷ কিন্তু, সেই বৈঠকে যুব ছাত্র অধিকার মঞ্চের কোনও প্রতিনিধিকে জায়গা দেওয়া হয়নি !"
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST