Road Accident in Shantipur : শান্তিপুরে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত বহু যাত্রী - 40 Passengers Are Injured in Accident
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14672640-358-14672640-1646737356665.jpg)
দু’টি বাসের রেষারেষির জের ৷ যাত্রীবোঝাই বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ (Lorry Collided Head-on With A Passenger Bus in Shantipur) ৷ ঘটনায় গুরুতর জখম প্রায় 40 জন যাত্রী (40 Passengers Are Injured in Accident) ৷ নদিয়ার শান্তিপুরের ঘটনায় আহত যাত্রীদের স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শান্তিপুরের গোবিন্দপুরে 34নং জাতীয় সড়কের ঘটনা ৷ বাসের যাত্রীদের অভিযোগ, চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন ৷ পাশাপাশি, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল ৷ সেই সময় সামনে থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের ৷ বাসটি কৃষ্ণনগর থেকে শান্তিপুরের কালনাঘাটে যাচ্ছিল ৷ দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন ৷ এর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ৷ তবে, দুর্ঘটনার পর বাসের চালক এবং তাঁর দুই সহকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন ৷ আহত যাত্রীদের অধিকাংশের বাড়ি শান্তিপুর এবং নৃসিংহপুরে ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Road Accident in Shantipur