Ganesh Chaturthi Special Recipe : বাড়িতে বানান ভাজা মোদক, রইল রেসিপি - লাউয়ের মোদক
🎬 Watch Now: Feature Video
ভগবান গণেশের প্রিয় খাবার মোদক বানানোয় ভক্তরা সৃজনশীল হয়ে উঠেছেন ৷ প্রাচীন ঐতিহ্যবাহী মোদক বানানোর পাশাপাশি বিভিন্ন ধরনের মোদক বানানোয় আগ্রহী তাঁরা ৷ যার স্বাদও ভিন্ন ভিন্ন ৷ ভগবান গণেশের সঙ্গে আপনার পরিবারের জন্যেও বানাতে পারেন ভাজা মোদক (Fried Modak) ৷ এই রেসিপিতে ময়দা বা চালের আটা ব্যবহার করতে পারেন ৷ খোয়া এবং লাউয়ের সুস্বাদু মিশ্রণ এতে পুর হিসেবে ব্যবহৃত হয় ৷ অন্যান্য মোদক যেমন ভাপানো হয়, এটা তার পরিবর্তে কড়া করে ভাজতে হবে ৷ ভাজা মোদক তৈরির এই রেসিপিটা ব্যবহার করুন আর আপনার মতামত আমাদের জানান ৷