Ganesh Chaturthi Special Steamed Modak: গণেশ পুজোয় নৈবেদ্যে থাকুক রকমফের, রইল ভাপা মোদক রেসিপি - গণেশ চতুর্থী স্পেশাল রেসিপি
🎬 Watch Now: Feature Video
গজাননের পুজো যেমন দশদিন ধরে হয়, তেমনি তাঁর পছন্দের দশটা রেসিপিও আপনাকে জানিয়ে দিচ্ছে ইটিভি ভারত ৷ ভগবানের খাবারের সঙ্গে দশদিনের পুজোর প্রসাদেও আনুন বৈচিত্র্য ৷ রকমারি মোদকে এবারের গণেশ চতুর্থী জাস্ট জমিয়ে দিন ৷ আজ আপনার জন্য রইল ভাপা মোদক(Ganesh Chaturthi Special Steamed Modak)৷ শুধু গণেশ চতুর্থীতেই নয়, সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি এই মোদক যে কোনও পুজোয় নৈবেদ্য হিসেবে রাখতেই পারেন(learn how to make instant rava modak at home)৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST