Crocodile Rescue In Gangasagar : গঙ্গাসাগরে হুগলি নদীর চড় থেকে উদ্ধার কুমির - CROCODILE RESCUE FROM HOOGLY RIVER IN GANGASAGAR
🎬 Watch Now: Feature Video
সাতসকালে গঙ্গাসাগরে বেগুয়াখালি এলাকায় কুমির শাবককে ঘিরে উত্তেজনা গ্রামবাসীদের মধ্যে (Crocodile Rescue In Gangasagar )। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায় হুগলি নদীতে মাছ ধরতে যাওয়ার সময় কয়েকজন মৎস্যজীবী নদীর পাড়ে একটি কুমির শাবক দেখতে পান । হুগলি নদীর তীরে কুমির দেখতে ভিড় করেন গ্রামের মানুষ। গ্রামবাসীরা খবর দেন গঙ্গাসাগর উপকূল থানাতে । ঘটনাস্থলে এসে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকরা । কুমির শাবকেকে উদ্ধার করে পাথরপ্রতিমা ভগবতপুর কুমির প্রকল্প নিয়ে যাওয়া হয় । বন দফতর সূত্রে খবর, কুমিরটির শারীরিক পরীক্ষা করার পর আবারও সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে ।