Ram Charan in Hyderabad: হায়দরাবাদে পা রাখতেই রাম চরণকে সাদর অভ্যর্থনা ফ্যানেদের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 18, 2023, 7:03 PM IST

'আরআরআর' স্টার রাম চরণ শুক্রবার অস্কারল জিতে ফিরেছেন তাঁর হায়দরাবাদের বাসভবনে । এর আগে বিমানবন্দরে সংবাদ মাধ্য়মের মুখোমুখি হন অভিনেতা । সাবলীল ভঙ্গিতে সাংবাদিকদের সমস্ত প্রশ্নের জবাবও দেন তিনি । হায়দরাবাদেও তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির হন ফ্যানেরা । ঘরে ফেরার আগে ফ্যানেরা ভিড় করেন তাঁকে অভিনন্দন জানান অভিনেতাকে । কয়েকদিন আগেই লস অ্য়াঞ্জেলসে অস্কার জিতে নিয়েছে রাম চরণ অভিনীত 'আরআরআর' ছবির গান 'নাতু নাতু'। স্ত্রীর সঙ্গে নিজেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাম চরণ । তাঁর সঙ্গে ছিলেন ছবির আরেক স্টার জুনিয়র এনটিআরও । হায়দরাবাদে তাঁদের উপর পুষ্প বর্ষণ করতে ভুললেন না ফ্যানেরা । এর আগে দিল্লি বিমানবন্দরেও অভ্যর্থনা জানানো হয়েছিল তাঁকে । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.