Shyamoupti-Ranojoy on Guddi: একে অপরের নতুন লুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রণজয় ও শ্যামৌপ্তি - ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় রণজয় ও শ্যামৌপ্তি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 27, 2023, 6:42 PM IST

অনেকগুলো বছর এগিয়ে যেতে চলেছে ধারাবাহিক 'গুড্ডি'র গল্প। গল্পের এতদিনের নায়ক অনুজ মারা গিয়েছে । তাঁর মৃত্যু যেমন মেনে নিতে পারেনি দর্শক, তেমনি ইউনিটের সবাই যখন শুনেছে যে মারা যাচ্ছে অনুজ, মন ভেঙেছে সকলের । কিন্তু সবার মুখে হাসি ফোটাতে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায় । খুব শীঘ্রই অনুজ থুড়ি রণজয়কে আবারও ধারাবাহিকে দেখতে পাবে দর্শক । তবে অনুজ হিসেবে নয়, অনুজের ছেলে ঋতুরাজের ভূমিকায়। তাকে অবিকল না কি বাবার মতো দেখতে । ওদিকে আবার গুড্ডির মেয়ে রেশমিকেও দেখতে গুড্ডিরই মতোই । দু'জনেরই বয়স এক লাফে কমে গিয়েছে অনেকটা । একেবারে বাবলি ইমেজে ধরা দেবেন দু'জনে। এই নতুন লুক দেখে দারুণ খুশি এই অনস্ক্রিন জুটির ফ্যানেরাও । রণজয়কে দেখে মনে হচ্ছে সদ্য কলেজ থেকে পাশ করে বেরিয়েছে সে । আর রেশমি কলেজ গার্ল। সবমিলিয়ে ধারাবাহিকে আসছে চমকপ্রদ সব পর্ব । রণজয় এবং শ্যামৌপ্তি দুজনেই এই মুহূর্তে একে অপরের নতুন লুক নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। দেখে নিন কী বলছেন তাঁরা? 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.