Prosenjit Chatterjee: 'সৃজিতের সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রী'র মতো', 'দশম অবতার' থেকে বিশ্বকাপ, পুজো সব নিয়ে আড্ডায় প্রসেনজিৎ - Prosenjit Chatterjee

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 3:53 PM IST

19 অক্টোবর মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার' ছবিটি । চলতি বছরের পুজোর আবহে আসছে এই ছবি । 'বাইশে শ্রাবণ' এবং 'ভিঞ্চিদা' ছবির প্রিক্যুয়েল এই 'দশম অবতার' । প্রবীর রায়চৌধুরী ফিরছে একেবারে অন্য ইমেজে । তাকে 'প্রবীর বাবু' নয়, ডাকতে হবে 'প্রবীর স্যার'  বলে। ট্রেলারে এহেন আরও অনেক চমক রয়েছে । 

ইটিভি ভারতের সঙ্গে আড্ডায় এদিন প্রবীর রায়চৌধুরী থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "দশম অবতার'-এ যাঁরা অভিনয় করেছেন তাঁরা কেউ কারও থেকে কম না। আমাকেও বেশ ভাবতে হয়েছে কাজটা করতে গিয়ে । আর সৃজিত আমাকে প্রত্যেকবার আলাদা রকমের চরিত্র দেয় । আর এবার প্রবীর দর্শককে স্থির হয়ে বসে থাকতে দেবে না বলে আমার বিশ্বাস ।" তিনি আরও জানান, তাঁর সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর মতো ৷ 

শুধু নিজের 'দশম অবতার' নয়, ওই একই দিনে রিলিজ করছে 'রক্তবীজ', 'বাঘা যতীন'-সহ আরও বেশ কয়েকটি ছবি । সবকটি ছবিই সময় করে দেখে নিতে আর্জি জানালেন অভিনেতা ৷ এদিন ক্রিকেট বিশ্বকাপ থেকে পুজো সব নিয়ে নিজের এ বছরের গোছানো প্ল্যান তিনি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.