Iman Chakraborty: শীতের শুরুতে ইমনের গানে মাতল বেহালা - Iman Chakraborty
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16980246-972-16980246-1668953186213.jpg)
আন্তর্জাতিক পুরুষ দিবসে বেহালাবাসী (International Men's Day) সাক্ষী থাকল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের । শনিবার সন্ধ্যায় বেহালার শান্তি সংঘের খোলা মঞ্চে হাজির হন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। 'রঙ্গবতী' থেকে 'টাপা টিনি', 'কালো জলে কুচলা তলে' এমনকী 'পৃথিবীটা নাকি ছোট হতে হতে' সহ আরও বেশ কিছু গান গাইলেন ইমন । তাঁর সুরমূর্ছনায় ভাসল এলাকাবাসী । ইমনকে ঘিরে শ্রোতাদের উন্মাদনা ছিল তুঙ্গে । এ দিন গান গাইলেন সারেগামাপা খ্যাত শিল্পী সায়ক পাল এবং 'সুপার সিঙ্গার সিজন থ্রি'র ফার্স্ট রানার আপ মানসী ঘোষও । প্রতি বছরই পুজোর পর এহেন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সংগঠনের তরফে । কোভিডের কারণে দু'বছর অনুষ্ঠান (Cultural programme) বন্ধ ছিল । এ বার ফের স্বমহিমায় সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান, জানালেন ক্লাব সদস্য দেবাশিস দাশগুপ্ত ।
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST