রামলালার প্রাণ প্রতিষ্ঠা, অযোধ্যায় রামায়ণের নাট্যরূপে হেমা-বিশাল - হেমা মালিনী
🎬 Watch Now: Feature Video
Published : Jan 18, 2024, 5:33 PM IST
Ayodhya Ram Temple: অযোধ্যায় গিয়ে নৃত্যনাট্যের মাধ্যমে রামায়ণ উপস্থাপিত করলেন মথুরার বিজেপি সাংসদ তথা অভিনেত্রী হেমা মালিনী। জেলার বাদি ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত জগৎগুরু রামভদ্রাচার্যের 75তম জন্মদিনে আয়োজিত অমৃত মহোৎসবে যোগ দিতে রামনগরীতে পৌঁছে গিয়েছেন। জগতগুরু রামভদ্রাচার্যের আমন্ত্রণে অযোধ্যায় তিনি নৃত্যনাট্যের মাধ্যমে সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত রামায়ণ নৃত্যনাট্য তুলে ধরেন ৷ সেখানে মা সীতার ভূমিকায় অভিনয় করেন তিনি ৷
অন্যদিকে, রামের ভূমিকায় দেখা যায় বিশাল নায়ককে ৷ অভিনেত্রীর হেমা মালিনী ও বিশালের পারফরম্যান্স দেখে মুগ্ধ সকলেই ৷ প্রায় 20 মিনিটের এই নৃত্যনাট্যে হেমা মালিনী মা সীতার রূপে নৃত্যনাট্য উপস্থাপন করেন। তাঁর সঙ্গে অন্যান্য সহশিল্পীরাও উপস্থিত ছিলেন। তুলসী পীঠধীশ্বর জগৎগুরু রামভদ্রাচার্য মঞ্চে হেমা মালিনীর অভিনয় দেখে অভিভূত ৷
অভিনেত্রীর প্রশংসা করে তিনি বলেন, "তিনি যে ধরনের অভিনয় দিয়েছেন, অবশ্যই মা সীতার একটি অংশ তাঁর মধ্যে উপস্থিত রয়েছে। হেমা মালিনী আমার বোনের মতো। আমার আমন্ত্রণে তিনি আজ এখানে এসেছেন। আমি তাঁকে অভিনন্দন জানাই।" উল্লেখ্য, এই অনুষ্ঠানে বাবা বাগেশ্বর ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী, মালিনী অবস্থি, বিখ্যাত লেখর দেবকিনন্দন ঠাকুর-সহ প্রখ্য়াত ব্যক্তিরা এই অনুষ্ঠানে যোগ গেন ৷ 22 জানুয়ারী অযোধ্যায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উলক্ষ্যে নানা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এখন থেকেই ৷