Iman Chakraborty Exclusive: ভ্যালেন্টাইন্স ডে থেকে বসন্ত উৎসব, সুরেলা আড্ডায় ইমন - Iman Chakraborty

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 13, 2023, 10:23 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

লিলুয়ার মীরপাড়া পার্ক ময়দানে প্রতি বছরের মতো এ বছরও বসন্ত উৎসবে মেতে উঠবেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty Exclusive) ও তাঁর 'ইমন সঙ্গীত অ্যাকাডেমি'। মায়ের গানের প্রতিষ্ঠানকে শ্রদ্ধা জানিয়ে আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রঙিন বর্ণময় অনুষ্ঠান । তার আগে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে ইমন জানালেন এ বারের চমকের কথা । ইমন (Iman Chakraborty) বলেন, "এ বছর নানা বয়সের শিল্পীরা পারফর্ম করবেন । মাত্র আট বছর বয়সি সারেগামাপা'র স্বর্ণাভ গাইবে এ বার । এ ছাড়াও শ্রাবণী সেন, রথীজিত ভট্টাচার্য, স্নিগ্ধজিৎ, অঙ্কিতা, রাহুল, আমি, নীলাঞ্জন, পদ্মপলাশ, মিসিং লিংক ব্যান্ড-সহ আরও অনেকে পারফর্ম করবেন । আমরা যে ট্যালেন্ট হান্ট করেছিলাম, তাঁদের মধ্যে প্রথম চারজন পারফর্ম করছেন । এ বারের নাচের থিম 'ভরতনাট্যম'।" 

ইমন আরও বলেন, "এ বার মদনমোহনজি থেকে রাহুল দেব বর্মন - ওই সময়ে তাঁরা ছাড়াও আরও যাঁরা বলিউডকে নিজেদের সুরে সমৃদ্ধ করেছেন তাঁদেরকে এ বার আমরা ট্রিবিউট দেব । আর গোটা গানের সফরটা তৈরি করেছেন আমার কর্তামশাই নীলাঞ্জন ঘোষ ।" এ দিন ভ্যালেন্টাইন্স ডে নিয়েও নিজের অনুভূতির কথা শোনালেন ইমন । জানালেন, তাঁর এবং নীলাঞ্জনের কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন । ভালো মন্দে বেশ আছেন দুজনে । উপহার পেয়েছেন নীলাঞ্জনের কাছ থেকে । কিন্তু তিনি এখনও দিয়ে উঠতে পারেননি কিছুই । তবে শীঘ্রই দিয়ে দেবেন বলে জানালেন গায়িকা ।

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.