Elephant Death : নয়াগ্রামে হাতির অস্বাভাবিক মৃত্যু, কারণ খতিয়ে দেখছে বনদফতর - forest department
🎬 Watch Now: Feature Video
নয়াগ্ৰামের কৃষি জমি লাগোয়া এলাকায় হাতির মৃত্যুতে (Elephant Death) চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, এদিন সকালে নয়াগ্ৰামের কপ্তিভোল গ্রামের কৃষি জমি লাগোয়া জায়গায় একটি পূর্ণ বয়স্ক দাঁতালের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বনদফতরে খবর দেওয়া হলে কর্মীরা এসে হাতিটিকে উদ্ধার করে। তবে হাতিটির মৃত্যু ঠিক কী কারণে হয়েছে তা এখনও অজানা ৷ বনদফতরের (forest department) একাংশ কর্মীর প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়ছে হাতিটির। তবে এ ঘটনা নতুন কিছু নয়। নয়াগ্রামে হাতির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জমির ফসল বাঁচাতে কিছু চাষি জমির আলে বৈদ্যুতিক তার ফেলে রাখে। যার ফলে ফসল খেতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে বহুবার হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST