Bharat Bandh At Bali: বালিতে বনধের দ্বিতীয় দিনে রাস্তা অবরোধ করে ফুটবল খেললেন বাম কর্মী-সমর্থকরা - বালিতে বনধের দ্বিতীয়দিনে রাস্তা অবরোধ করে ফুটবল খেলল বাম কর্মী সমর্থকরা
🎬 Watch Now: Feature Video
ট্রেড ইউনিয়নগুলির ডাকা 48 ঘণ্টা ভারত বনধের দ্বিতীয় দিনে বনধ সফল করতে অভিনব উপায় অবলম্বন করলেন বাম কর্মী-সমর্থকরা (Bharat Bandh At Bali)। আজ 2 নম্বর জাতীয় সড়কের সামনে বালিহল্ট অবরোধ করেন বামপন্থী কর্মী-সমর্থকরা। অবরোধের মধ্যেই রাস্তায় ফুটবল নিয়ে খেলতেও দেখা যায় তাঁদের। এই অভিনব উপায়ে তাঁরা রাস্তা অবরোধের কর্মসূচিও পালন করেন। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নিশ্চিন্দা থানার পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Bharat Bandh At Bali