Jhalda Congress councillor murder : ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় জড়িত পুলিশ, অভিযোগ অধীরের - Jhalda Congress councillor murder
🎬 Watch Now: Feature Video
গতকাল বিকেলে গুলি করে খুন করা হয় পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে ৷ তারই প্রতিবাদে আগামীকাল 12 ঘণ্টা জেলা বনধের ডাক দিয়েছে পুরুলিয়া কংগ্রেস নেতৃত্ব (Congress calls for strike in Purulia)। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন ঝালদায় উপস্থিত হয়ে শাসকদল ও ঝালদার পুলিশ প্রশাসনকে একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ তাঁর অভিযোগ, আইসি সরাসরি এই খুনের সঙ্গে জড়িত ৷ তপন কান্দু ও তাঁর পরিবারকে বিভিন্ন ভাবে ভয় দেখিয়েছে পুলিশ। প্রয়োজন হলে তাঁরা কোর্টে যাবেন বলেও জানান অধীর।
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST