সাংসদ বাবুলের নামে বোর্ড লাগানোর পরও কাজ হয়নি, ভাইরাল ভিডিও - asansol bjp mp babul supriyo
🎬 Watch Now: Feature Video
বারাবনি বিধানসভার অন্তর্গত আমডিহা শ্মশানগামী রাস্তা তৈরির জন্য একটি বোর্ড লাগানো হয়েছিল । তাতে পরিকল্পনামাফিক বাবুল সুপ্রিয়র সাংসদ কোটা থেকে 4 লাখ টাকা মঞ্জুর করা হয়েছিল । তবে সেই রাস্তা আজও তৈরি হয়নি । এই প্রসঙ্গে বারাবনির তৃণমূল ছাত্রপরিষদের কার্যকরী সভাপতি শুভেন্দু মণ্ডল একটি ভিডিও তৈরি করেছেন । আর তা বেশ কয়েক দিন ধরেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তবে এটি অপপ্রচার বলে দাবি করেছে BJP-র IT সেল ।