দুর্ঘটনায় মৃত ব্যক্তি, ক্ষিপ্ত জনতা আগুন ধরাল গাড়িতে - bankura
🎬 Watch Now: Feature Video
বালিবোঝাই লরির ধাক্কায় মৃত যুবক । মৃতের নাম মিঠুন বাউরি (26) । ঘটনায় 3টি লরিতে আগুন ধরিয়ে দিল গ্রামবাসী । বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত জুজুর গ্রামের ঘটনা । ক্ষিপ্ত গ্রামবাসী লরি চালক ও খালাসিকে মারধর করে । যদিও ঘাতক লরির চালক চম্পট দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসে, পরিস্থিতি সামাল দেয় । তদন্তে নেমেছে পুলিশ ।