চোখে পড়ল না বেসরকারি বাস, ঠাসাঠাসি সরকারি বাসে
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে ফের চালু হল সরকারি ও বেসরকারি বাস পরিষেবা ৷ চালু হয়েছে ট্যাক্সি ও অ্যাপ ক্যাব, অটো, টোটো ও ট্রাম পরিষেবা । তবে পথে ট্যাক্সি, অটো ও ট্রাম দেখা গেলেও একটিও বেসরকারি বাস চোখে পড়েনি । যার ফলে সরকারি বাসে ভিড় রয়েছে ৷ কোনও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না ৷ অন্যদিকে, কিছু সংখ্যক সরকারি বাস চললেও সবকটি রুটে তাও পাওয়া গেল না । তাই চরম সমস্যায় পড়তে হল নিত্যযাত্রীদের ।