South Bengal Rain: টানা বৃষ্টিতে ব্যাহত দক্ষিণবঙ্গের জনজীবন, ভোগান্তি সাধারণ মানুষের - continuous rain
🎬 Watch Now: Feature Video
টানা বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দক্ষিণবঙ্গের জনজীবন । রবিবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে উপকূলের জেলাগুলিতে। একটানা বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের একাধিক উপকূল তীরবর্তী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । টানা বৃষ্টির জেরে নিচু এলাকাগুলিতে ইতিমধ্যেই জল ঢুকে গিয়েছে ৷ অধিকাংশ রাস্তা জলমগ্ন ৷ ফলে, বুধবার সকাল থেকেই উপকূলবর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে । বৃষ্টির কারণে রাস্তা প্রায় জনমানব শূন্য। আকাশে ঘন কালো মেঘ সঙ্গে চলছে দমকা হাওয়ার দাপট ৷ ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে জারি করা হয়েছে সতর্কবার্তা। সমুদ্র উত্তাল তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর । অবিরাম বৃষ্টির জেরে ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনার সোনারপুর, বারুইপুর, ক্যানিং, বাসন্তী, গোসাবা, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ সহ একাধিক জায়গা জলমগ্ন। যদিও, বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ৷