DSP Steel Plant : বেতন চুক্তি লাগুর দাবিতে কারখানার গেটে বিক্ষোভ - বেতন চুক্তি লাগুর দাবিতে কারখানার গেটে বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির । অবিলম্বে বেতন চুক্তির দাবিতে তুমুল বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্ব মঙ্গলবার সকাল থেকে । এছাড়াও রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা বিলগ্নিকরণ করা যাবে না এরও প্রতিবাদ জানানো হয় । দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও তাঁরা কোনও কথায় কর্ণপাত করছে না বলে অভিযোগ । অবিলম্বে দাবি-দাওয়া মানা না হলে তাঁরা লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন ।