জামাই ষষ্ঠীতে ভিলেন বৃষ্টিতে ব্যবসা লাটে - জামাই ষষ্ঠীতে একটানা বৃষ্টি
🎬 Watch Now: Feature Video
জামাইয়ের মঙ্গল কামনায় আজ শাশুড়িরা জামাই ষষ্ঠীর ব্রত পালন করছেন ৷ বাঙালির অন্যতম উৎসব জামাই ষষ্ঠী ৷ জামাইয়ের ভুরিভোজ ও যত্ন আত্তির আয়োজনে ত্রুটি না থাকে তাই বাজারমুখী শ্বশুরমশাইরা ৷ কিন্তু আজকের এই আনন্দের দিনে বাদ সেঁধেছে বৃষ্টি, সকাল থেকে চলছে টানা বৃষ্টি ৷ রাস্তায় জনা কয়েক ছাতা মাথায় মিষ্টি-ফুল-ফল-সব্জি-মাছ কিনতে বেরলেও দুর্গাপুরের হাট বাজার ফাঁকা ৷ পসরা সাজিয়ে বসলেও বিক্রিবাট্টা নেই, এ পরবে ব্যবসায়ীদের আপাতত মাথায় হাত ৷