Covid Effect On Schools : স্কুলছুটদের স্কুলে ফেরাতে দুয়ারে প্রধান শিক্ষক - সরকারি নির্দেশে দীর্ঘ 20 মাস পরে খুলেছে রাজ্যের স্কুল
🎬 Watch Now: Feature Video
সরকারি নির্দেশে দীর্ঘ 20 মাস পরে খুলেছে রাজ্যের স্কুল ৷ যদিও স্কুল খুললেও ক্লাসে দেখা যাচ্ছে না বেশিরভাগ পড়ুয়াকে ৷ তথ্য বলছে, করোনা আবহে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার পাট চুকিয়েছে জেলার গ্রামীণ এলাকার অধিকাংশ পড়ুয়া ৷ সেই পড়ুয়াদের স্কুলে ফেরাতে এবার দুয়ারে স্বয়ং প্রধান শিক্ষক ৷ পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরছেন ফারাক্কার নূর জাহানারা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম ৷