রূপকথার পরির দেশ লেকটাউন নেতাজি স্পোর্টিংয়ে - নেতাজী স্পোর্টিং
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4678900-thumbnail-3x2-netaji.jpg)
কল্পকথার পরির দেশ দেখতে হলে আসতে হবে লেকটাউনের নেতাজি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। এবারে তাদের থিম 'এসো যাই পরির দেশে।' মণ্ডপের ভিতরে রঙবেরঙের ফুলের ছড়াছড়ি। ভাবনার সঙ্গে তাল মিলিয়ে দুর্গা এখানে 'শান্তিরূপেণ সংস্থিতা ।' দেবী প্রতিমার হাতে অস্ত্র নেই। দেবীকে দেখতে পরির মতো। মহিষাসুরের দানবাকৃতি রূপও উধাও। উদ্যোক্তাদের বক্তব্য, শিশুদের শুধু নয়, মণ্ডপ ভালো লাগবে প্রত্যেকের । দেখুন ভিডিয়ো...
Last Updated : Oct 7, 2019, 7:50 PM IST