জাতীয় সড়কে বাস উলটে আহত 35 - নলহাটি
🎬 Watch Now: Feature Video
রাস্তার গর্তে চাকা পড়ে উলটে গেল বাস । আহত 35 জন যাত্রী । ঘটনাটি রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার নাকপুর চেকপোস্টের কাছে । বাসটি রামপুরহাট থেকে বহরমপুর যাচ্ছিল । বেহাল জাতীয় সড়কের কারণে বাসটির চাকা রাস্তার গর্তে পড়ে গেলে বাসটি উলটে যায় । আহতদের নলহাটি ও রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।